আমাদের শর্তসমূহ:
১। Skillerszone এর ছাত্র/ছাত্রীরা শুধু মাত্র ভিডিও টিউটোরিয়াল দেখার অধিকার রাখে।
২। কোর্স কেনার পর কোর্স ফি আমাদের রিফান্ড পলিসি অনুযায়ী ফেরত যোগ্য হবে।
৩। Skillerszone এর টিউটোরিয়াল দেখার জন্য একজন কিনে ১ এর অধিক একই আইডি অন্য কাউকে শেয়ার করা যাবে না।
৪। Skillerszone এর অফিসিয়াল সিদ্ধান্ত চুড়ান্ত এবং সকল বিষয়ে বহাল থাকবে এবং অধিকার রাখে।
৫। আমাদের ভিডিও টিউটোরিয়াল সম্পূর্ন কপিরাইটের আওতায়। এই টিউটোরিয়াল গুলো অন্য কোথাও শেয়ার করা যাবে না। শুধু মাত্র যারা কোর্সে ভর্তি হবেন তারাই সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন।
৬। টিউটোরিয়াল কোন প্রকার ডাউনলোড করার অনুমতি নাই।